জীবাত্মা পরমাত্মা ভালোবেসে থাকে এক দেহে
তোমার আমার দেহ দিয়েই তা প্রমাণ করা গেছে,
জীব আর পরমের ভালোবাসা এমন মাখামাখি
আমার মতন অধম জীবের তা বোঝার নেই শক্তি,
জীবের মরণ তুমি জীবের ধরম তুমি
জীবের গড়ন তুমি জীবের ভালোবাসাও তুমি,
জীবাত্মার মতি আর পরমাত্মার গতি ভালোবেসে এক হলে
তবেই সেই জীবের নিশ্চিত সদগতি ধরে।
দুই মন ভালোবেসে হবে যখন এক মন
পরম যতনে ধরো তুমি সেই পরম ধন।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা