ভালোবাসা কী চিরন্তন সত্য?
না কী বিচ্ছেদেই তার মৃত্যু বলে ভাববো,
আবার বিচ্ছেদকেই যদি ভালোবাসার প্রকৃত রূপ বলি
তবে মিলনের রূপকে কোন ভাষায় ব্যক্ত করি?
ভালোবাসা নিয়ে এত ভাবনা
তবুও মন যেন সঠিক দিশা খুঁজে পায় না,
ভালোবেসে কেউ দেয় না আমায় আশ্বাস
তবে কেমন করে পাবো আমি সেই বিশ্বাস,
অন্যের বিশ্বাস দিয়ে হয় কী যাচাই
নিজে ভালোবেসে পরখ করে দেখতে চাই।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা