বৈচিত্রের মধ্যে যদি একতার আদর্শ দেখতে চাও
তবে ভালোবেসে জ্ঞানকে মূলমন্ত্র করে নাও,
চেতনার কণ্ঠরোধ যদি কেউ করতে আসে
জ্ঞানের বিনোদন ঢেলে দিও ভালোবেসে,
ইতিহাস ফিরে না আসে ইতিহাস থেমেও না থাকে ;
তাই ভালোবেসে জ্ঞানসেতু গড়ে দাও বর্তমান আর ভবিষ্যত এর মাঝে,
অহিংসা আর সহিষ্ণুতার নীতি আছে যার অন্তরে
জ্ঞানকে ভালোবেসে ভালোবাসা পাবে সে বিশ্বের দরবারে,
অশুভ শক্তি এতোই শক্তিমান
না মানে ভালোবাসা না মানে কোনো সত্যের বিধি বিধান,
কলুষিত করণ মানসে যদি চাও ভালোবাসা
ভালোবাসা না পেয়ে হাতে রবে শুধুই আশা,
যিনি অখিল জীবগণের প্রতিনিয়ত প্রতিষ্ঠাতা
তিনিই আবার ভালোবেসে যাবতীয় ভুতগণের পরিত্রাতা,
জ্ঞান জ্যোতির্ময় পদার্থদিগের পরম জ্যোতি
আবার ভালোবেসে সদাচার সম্পন্ন জীবগনের শুভগতি,
জ্ঞানকে উৎকৃষ্ট বীজ বলে জানে যে
আবার ভালোবেসে উৎকৃষ্ট ক্ষেত্র তাকেই ধরে,
জ্ঞানকথা ব্যতীত অন্যকথা শ্মশান সদৃশ্
তাহলে ভেবে দেখ তাকে ভালোবাসা ছাড়া জীবন কিদৃশ,
অচিন্ত্য বিষয়ে তর্ক ছাড়া মীমাংসা হয় না
ভালোবেসে যুক্তি বুদ্ধি ছাড়া তা গ্রহণ হয় না।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা