জামাইবাবু আর দিদির সম্পর্ক বড়োই মধুর
কিন্তু জামাইবাবু তার শ্যালিকাকে ভালোবাসে আরও অনেক দূর,
জামাইষষ্ঠী তে জামাইবাবু জামাইভোগ খাবে বলে
জামাইসর্বস্ব রীতি মেনে শ্বশুর শাশুড়ি ভালোবেসে তার আয়োজন করে,
তাই না দেখে শ্যালক শ্যালিকা হেসে মরে
ভালোবেসে আড়ম্বরের বহর দেখে,
বাবা মায়ের আদরের কাঙাল ছেলে ছিলাম আমি
জামাইষষ্ঠীর আয়োজনে তাঁদের ভালোবাসা তুচ্ছ বলে ভাবি,
ভাগ্য করে জামাই হলে জামাইষষ্ঠী আছে তোমার
ভালোবেসে খরচ করে আনন্দ নিতে মনে দুঃখ নিও না আর।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা