ভালোবেসে জগৎ জোড়া গুরু আমার
শিষ্য আমি একা,
সেই কথা ভেবে
মনের কথা যায় কী বলা?
বলতে গেলে ভুল যে হবে আমার
ভালোবেসে শুধরে দিবে কে আবার?
ভালোবেসে ভাবের ঘোরে বললে কথা
যুক্তি দিয়ে কাটে যথা তথা,
ভালোবেসে গুরু ধরি শিখবো বলে
জানতে চাইলে নানান কথায় বেঁধে ফেলে,
আমার যত প্রশ্ন আছে
ভালোবেসে তার সমাধান আমায় কে দিবে,
কত আশা ছিল ভালোবেসে গুরু ধরবো আমি
প্রশ্ন করে উত্তর নিয়ে যাবো আমি বাড়ি,
সবাই বলে নিজে নিজে প্রাকটিস করো
জ্ঞানকে ভালোবেসে তোমার ভান্ডার হবে সমৃদ্ধ,
গুরুর কথা গুরুই জানে
শিষ্য অযোগ্য বলে ভালোবাসতে না চাহে,
অন্ধকারে আলোর দিশা দিবে আমার গুরু
ভালোবেসে সেই আশায় আমার পথচলা শুরু।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা