সূর্য ভালোবেসে তাপ দেয় চন্দ্রকে
চন্দ্র তা গ্রহণ করে কিরণরূপে,
সূর্যের প্রখর তাপ
চন্দ্র ভালোবেসে মেখে নেয় শরীরে,
সূর্যের তীক্ষ্ণ তেজ কোন শক্তি বলে
চন্দ্র ভালোবেসে গায়ে জড়ায় মধুময় ছন্দে,
চক্ষুরূপে সূর্য আছে জগৎজুড়ে দেখে
ভালোবেসে চন্দ্র আবার সেই আলো ধরে,
জ্ঞানসূর্য উঠে দেহ যখন হবে আলো
চন্দ্র তখন ভালোবেসে সেই আলোয় মুগ্ধ,
সূর্যের আলো ছাড়া জগৎ হবে অন্ধকার
চন্দ্র তখন ভালোবেসে মধুর আলো না পেয়ে করে হাহাকার,
সূর্যের আলোয় দিন হয় আলোকিত
আর চন্দ্র ভালোবেসে রাত্রিকে করে জাগ্রত।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা