প্রতিকার, প্রতিরোধ না চিকিৎসা
তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে মন আমার ত্রিনয়নে আঁকছে যত ভাবনা
মাথায় আটকে পড়া ভাবনা চিন্তাগুলো রাস্তার দেখা পেলে
নয়ন তার সার্থকতা পেতো জীবন পেয়ে
সত্যকে ভালবেসে শিরদাঁড়া রাখতে পারিনা সোজা
তাই অল্প হাওয়ায় শরীরে কম্পন ধরায় যা করে জ্বালা
প্রতিকারের যখন পাই না কোন রাস্তা
তখন প্রতিবাদই হয়ে ওঠে একমাত্র ভরসা
অহংকার, কপটতা, অসাধুতা আর দুর্নীতিকে করতে নতজানু
একমাত্র সত্যকে ভালবেসে এগিয়ে যেতে চাই শুধু।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা