ভালোবাসা তুমি কি নীল আকাশ
আদি ও অন্তহীন যার প্রকাশ
ভালোবাসা কি তমসার রূপের ঝলক
দেখে পড়তে চায় না চোখের পলক
আদি ও অন্তহীন রূপের তুমি দিয়েছো যে সাজ
সেই রূপে পাগল হয়ে আমার মাথায় করে না কাজ
ভালোবাসা কি ভালোবেসে যুদ্ধে যাওয়া
নাকি যুদ্ধে গিয়ে ভালোবাসার স্মৃতি মন্থন করা
দেশের জন্য যে ভালোবাসা
সীমানায় আটকে থাকে কি সেই আশা ভরসা
দেশকে ভালোবেসে জীবন দিতে পারি
আর তোমার জন্য হাঁটু জলে নামতে হইনা রাজি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা