তুমিই কি সেই মেয়ে যাকে আমি চিনি
ভালোবেসে যে আমায় দিয়েছিল ফাঁকি
যার কথা ভেবে আমি কাটাই সারা রাত
ভালবেসে সে কেন চায়না আমার সাক্ষাৎ
কত দুঃখ জমা আছে এই প্রাণে
সেই জমা দুঃখ কার কাছে রাখবো ভেবে পাইনা মনে
জীবনে করেছি আমি একটিই পণ
তোমার ভালোবাসা বিহনে আমার হয় যেন মরণ
তোমার ভালোবাসা কত যে দামি
এই মন এখনো তা বুঝতে পারেনি
ভুলতে পারিনা আমি তোমার স্মৃতি
তাই বুঝি বেদনা হয়ে সেগুলো আমায় কাঁদায় সারা নিশি।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র-পত্রিকা