কর্ম থেকে ভালবেসে জ্ঞান অর্জন করো
আর অর্জিত জ্ঞান দিয়ে সম্পাদন করো কর্ম
অজ্ঞানের প্রতি ভালোবাসা অন্ধকারাচ্ছন্ন বিষাদময়
আর জ্ঞানলোক চৈতন্য দ্বারা আলোকময়, আনন্দময়
সত্যকে ভালো না বেসে অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন যারা
ইন্দ্রিয় সুখ ভিন্ন পৃথক চৈতন্যময় জ্ঞানাত্মা স্বীকার করে না তারা
অন্ধকারাচ্ছন্ন বিষাদময় অজ্ঞান আত্মঘাতী ব্যক্তিগণ
সত্যকে ভালো না বেসে শক্তি ও বিত্ত হারিয়ে বিষাদময় সূর্যবিহীনলোকে হয় তাদের গমন
অজ্ঞানবশত জ্ঞানাত্মাকে যারা করে অস্বীকার
তারা সত্যকে ভালো না বেসে বাস করে সেই লোকে যা তমসাবৃত অন্ধকার
জ্ঞানাত্মার দুটিরূপ একটি সত্য, জ্ঞান ও আনন্দ স্বরূপ
অন্যটি নিরুপাধিক নিশ্চল ও গতিহীন রূপহীন অথচ ধরে অনন্ত রূপ।

সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা