নিরাপদকে আমরা যতটা নিরীহ বলে ভাবি
নিরাপদ ততটা নিরীহ নয় তা কি আমরা জানি
মাথার খোলে থাকে যার বারুদ ভরা
কথায় কথায় রেগে গিয়ে ঘটায় সর্বনাশা
মুখের বুলিতে যদি সাধ না মিটে
যখন তখন হাত চালিয়ে জয় ছিনিয়ে আনে
মানুষের মগজ খানা যে বাজি কারখানা
আমার মত হাতাহাতি মানুষ দিয়ে তা যায় যে চেনা
মটকা গরম হয়ে গেলে কথায় কথায় পটকা ফাটাই
এতে রাজস্ব বিভাগের থাকে না কোনো বালাই
দিনরাত চকলেট বোমা ফাটাই সময় পেলে
অসময়েও করি সময় বুঝে, জায়গা বুঝে
যখন তুবড়ি ফাটাতে না পারি
তখন নিজের ভাবনার সাথে নিজেই আপোস করি
যদি কোন কারনে রাগটা মস্তিষ্কে থেকে যায়
তবে বলতে পারব না কখন কি হয়
ভিজে বারুদে আগুন না ধরলেও
ভিজে শুকনো লাগে না মাথার মগজের আর্দ্র বারুদ থাকে যদি পূর্ণ
ডাঙ্গায় বাঘ জলে কুমির
ভালোবেসে এই জ্ঞান থাকলে তাকেই বলে বীর।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা