দেখা দাও হে প্রভু দেখা দাও হে প্রভু
প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে গড়তে পারিনি মালা
অশ্রমালা বুকে দিয়ে তাই বুঝি ঘোরাও সারা বেলা
তোমার ভালোবাসার টানে সকল সম্পদ ছেড়ে
এই অশ্রুই অবশিষ্ট আছে পড়ে
দেখা দিবে না জানি
তবুও মন যে করে পাগলামি
তাই অশ্রু দিয়ে ভুলিয়ে রাখো তার চাওয়া পাওয়া খানি
দেখা দাও হে প্রভু দেখা দাও হে প্রভু
লোকে বলে দয়ার সাগর তুমি
আর আমার চোখে সে সাগরের জল খেলে লুটোপুটি
আমার জন্য দয়া হয়েছে তোমার মনে
তাই অশ্রু দিয়ে সেই ঋণ তুমি শোধালে
দেখা দাও হে প্রভু দেখা দাও হে প্রভু
মনি মুক্তার লোভে তোমায় ডাকি মনে
সেই মনি অশ্রু হয়ে চোখে আমার ঝরে
দোকানে দোকানে ঘুরি আমি মুক্তা নিবেন মুক্তা নিবেন
সবাই বলে এই মুক্তোর দাম একমাত্র বিধাতাই দিতে জানেন
দেখা দাও হে প্রভু দেখা দাও হে প্রভু
ধন নয়, মন নয় অশ্রু দিয়ে আমায় করেছো ঋণী
সেই অশ্রু জলেই শুধাবো তোমার ঋণখানি
দেখা দাও হে প্রভু দেখা দাও হে প্রভু।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা