ভালোবেসে যাকে নিয়ে মানুষ জীবন পার করে দেয় অনায়াসে
নাম তার আশা দুই অক্ষরে এত শক্তি ধরে
আশা নিয়ে যারা আশাহত
ভালোবেসে হয় তাঁদের নতুন আশার জন্ম
আশা ছাড়া চলতে পারা চাট্টি খানি কথা নয়
ভালোবেসে দেখাও তুমি কেমন করে পথ চলতে হয়
ভালোবেসে আশায় ভর করে কত কিছু করি
সফল হতে পারিনি বলে নানান কথা লিখি
আশা নিয়ে একাগ্র হৃদয়ে তোমার কথা ভাবি
ভালোবেসে ভক্তি নম্র শরীরে তোমার পাদপদ্মে মাথা নত করি
আশা যে কী প্রকার অচিন্ত্য রূপ
ভালোবেসে যায় না বলা তার স্বরূপ
যে চিত্তে একত্রে দয়া ও সমর নিষ্ঠুরতা দেখা যায়
জ্ঞানকে ভালোবেসে আশা ও আশাহত তারেই কয়
নিখিল প্রাণীতে ভ্রান্তিরূপে যার অবস্থান
ভালোবেসে আশা নিয়ে আশা দিয়ে তিনিই ভ্রমণ করান
দূর করিবে যে আমার দর্প
ভালোবেসে আশা দিয়ে করেন সে আশাহত
জীবন জ্যোতির জিয়নকাঠি
ভালোবেসে আশা দিয়ে ধরে রেখেছেন তিনি
পরম ভালোবেসে জীবকে বলে
তোর আশায় পথ চেয়ে জীবন গেল বয়ে
ভালোবাসার আশায় এত কর্ম করি
তবুও ভালোবেসে তোমার মন ভরাতে না জানি
জীবন যেন আশা নিরাশার খেলা
ভালোবেসে এই নিয়েই যেন পথচলা
আমি তাকে ভালোবাসবো সে আমাকে ভালোবাসবে
এই আশায় ভর করে জীবন তরী এগিয়ে চলে
যার আশা নেই তার ভালোবাসা নেই
যোগ বিয়োগের খাতাও তার নেই
যার স্থান হৃদয়ে তাকে কী ভোলা সম্ভব
আশা নিয়ে যাকে ভালোবাসা তা রুখতে পারে না কোন বৈভব
আশা নিয়ে এত ভালোবাসা
তবুও নয়ন যে তোমায় দেখতে পায় না
নয়নে নয়নে রেখেছো তুমি বুঝতে দাও না
যতই তুমি ভালোবাসো আশা যে ফুরোয় না
আমাকে ভালোবাসতে বলে তুমি থাকো নীরবে
আশার চক্র ঘুরতে থাকে নিভৃতে
আগলে আগলে রাখ তুমি ভালোবাসার লোভে
আশা দিয়ে ভালো না বেসে জীবন পার করে নিলে
ভালোবেসে আশার জন্ম ডেট অফ বার্থ
আশায় আশাহত হত ডেট অফ ডেথ
আশা নিয়ে ভালোবেসে কখন কার যে কী হবে
তাই ভেবে আশা যেন না যায় সলিল সমাধিতে
পুণ্য যদি বাড়ে সেনসেক্স এর মতো
সেই আশায় তুমি জ্ঞানকে ভালোবাসতে পার
সাধ মেটে না, আশাও শেষ হয় না
পাই পাই করে ভালোবাসা পাওয়াও হয়ে ওঠে না
ভালথাকার পাসওয়ার্ড যদি ছয় বলে ত্রিশ রান হয়
আশা করে বসে থেকে জ্ঞানকে ভালোবাসার হিসেব মিলিয়ে দেখতে হয়
অভাব যদি থাকে ঘরে তবে আশা ভালোবাসা মিলে
সয়াবিনকে আমিষ বলে চালিয়ে দিতে অসুবিধা না হবে
উন্নত প্রযুক্তি, আধুনিক বিজ্ঞান
আশা নিয়ে ভালোবেসে বিজ্ঞানী রাখেন তার অবদান
পথ সন্ধানে যৌথভাবে অগ্রসর হবেন যারা আগামী দিনে
আশা নিয়ে ভালোবেসে ভবিষ্যত গড়বেন অকপটে
ভালোবাসার নৌকায় আশা তার মাঝি
যাত্রী পেলে ভাবে না সে দিন না রাত্রি
তোমায় পেলে ভালোবাসবো আমি এই ছিল পণ
আশায় জীবন কেটে গেল মিলল না সেই ধন
আশা করে খুঁজে বাসা নীড়হারা পাখি
নিঃসঙ্গ যিনি ভালোবেসে খুঁজেন তার সঙ্গিনী
ভালোবেসে আশা নিয়ে মুগ্ধ হয়ে ডাকি তাকে ডানা কাটা পরি
মনের সৌন্দর্য বোঝাতে তাকে কত নামে ডাকি
ডানায় ডানায় ভর করে পাখির ঝাঁক আকাশে উড়ে
আশা নিয়ে ছুটে চলে যে যার ভালোবাসার গন্তব্যে
ছয় ঋতু আশা নিয়ে আসে নানা রঙের সমাহার
ভালোবেসে কার কোণ রঙে মন কাড়ে নেই কেউ বোঝার
আশা নিয়ে ঋতুরাজ আসে নানা গড়নে
ভালোবেসে মানুষ নেয় তাকে বরণ করে
আশা নিয়ে বসে আছি তুমি আসবে বলে
ভালোবাসার ডালা খানি কী দিয়ে ভরিয়ে দেবে
ভালোবাসার কথা বলে মন ভুলাবে তুমি
সেই আশায় বসে আছি আমি
ভালোবাসলে জ্বালা বেশি বাড়ে
না কী ভালোবাসবো এই আশায় জ্বালা না থামে
আমি তোমায় ভালোবাসি কত সহজ কথা
আশায় জীবন গেল পেলাম না তার দেখা
আশা নিয়ে বসে আছি তোমায় পাবো বলে
ভালোবেসে কত কথা হবে দুজনার মাঝে
ভালোবাসায় কত মধু আছে কে বলতে পারে
তার সাক্ষাৎ পাবো বলে অপেক্ষা শুধু আশা নিয়ে
ভালোবেসে আশা নিয়ে শিক্ষার মুক্তি ঘটাতে আসেন যারা
সময়ে অন্যের সমালোচনায় তৈরিও তারা
ভালোবেসে তোমায় আমি ডাকবো কী নামে
আশা দিয়ে রেখে দিলে সারা জীবন ধরে
ভালোবেসে আশার জন্ম দেহকে ঘিরে
দেহ যদি না থাকে আশা দিয়ে কী হবে
জীবদেহে ভালোবেসে আশা যেমন বর্ধিত হয়
তেমনি আগুনে ঘৃত দানে অগ্নি আরও বৃদ্ধি পায়
জ্ঞানকে ভালো না বেসে আশা ত্যাগ করেছে যে মন
বেঁচে থাকা তার কাছে মরণ যেমন
আশা ছাড়া মানুষ যেমন বাঁচতে না পারে
তেমন ভালোবাসা ছাড়া জীবন না চলে
আশায় গড়া এ ভুবন
ভালোবাসাই যেন তার মূলধন
আশা ছাড়া কাটে না জীবনের একটি মুহূর্ত
ভালোবাসা ছাড়া পাবে না তার গুরুত্ব
যে আশায় গড়া এ বাসা
ভালোবাসা ছাড়া সকলি যেন নিরাশা
যে আশা নিয়ে জগতে এলাম
জ্ঞানকে ভাল না বেসে বৃথাই সময় কাটালাম
আশার আশা শেষ হবে না এ ধরাধামে
ভালোবাসার সম্বলটুকু বাদে
আশাকে সম্বল করে এখনও পথ চলা আমার
ভালোবেসে ছুটে চলা যেন অজানা অচেনা কিছু পাবার
আশার প্রাচীর ভেঙে দেখে নাও ওপারে
ভালোবাসার বিপরীতে কী অপেক্ষা করে আছে
আশার বাণী কতই শুনি
ভালোবাসা কোণ বস্তু এখনও না বুঝি
আশা যদি চিন্তার অবিষয় হয়
তবে ভালোবাসা কী দিয়ে গণনা হয়
আশার কথা শুনে শিহরণ জাগে মনে
ভালোবাসার লোভ মন ছাড়তে না চাহে
আশা দিয়ে জীবন পার করে দিলে
ভালোবাসার কথা বলে তরী বয়ে নিলে
আশার প্রদীপ জ্বলে না যার অন্তরে
ভালোবাসা হয় না তার এ জীবনে
আশায় জগৎ ঘুরে
জ্ঞানকে ভালোবেসে তা বুঝে নাও অক্ষরে অক্ষরে
ভেবে দেখ আশা নেই যার জীবনে
ভালোবাসা হবে কি তার সনে ?
আশা ছাড়া এক দণ্ড চলতে না পারি
তবুও নিষ্কাম ভালোবাসার কথা বলতে না ছাড়ি
আশাই যেন আমার শেষ ভরসা
তাইতো ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে আসা
আশার লোভে ভালোবাসা ছুটে চলে
পায় কী না পায় তার খবর কে রাখে
ভালোবেসে আশায় জীবন আবার সময়ে হয় তার মরণ
তবুও কেন মনে আসে না জ্ঞানকে ভালোবাসার কথা স্মরণ
আশা নিয়ে ভালোবেসেছিলে
নিরাশা দিয়ে জীবন ভরিয়ে দিলে
কাজ করতে পারবে না আশা ছাড়া
আবার জ্ঞানকে ভালোবাসার আছে তাড়া
শুন্যে তাকিয়ে যদি নিঃস্ব বলে মনে হয়
আশা নিয়ে ভালোবেসে তোমার কথাই মনে হয়
আশায় মরে চাষা কথাটি নয় তো সোজা
ভালোবেসে সকল প্রাণী আশা করে আর দোষ পড়ে চাষার ঘাড়ে
সরকারি নির্দেশে আইন মেনে যদি ভালোবাসতে হত
তবে ভালোবাসার ভাবনাই হয়ে যেত আশা হত
অপেক্ষায় থাকতে হলে ভালোবেসে আশায় থাকতে হয়
আশা ছাড়া অপেক্ষা কেমন করে হয়
প্রেম প্রীতি ভালোবাসা যা হৃদয়ের আশা
অস্বীকার করতে পারি না আমি সেই কথা
প্রবাহরূপিণী আশা পূর্ণ নাহি হয়
ভালোবেসে সেই আশবশে নানা কর্ম হে নিশ্চয়
ধনকে ভালোবেসে ধনীর উপর ধনী হয়ে উঠিলে
তবুও সেই ধনের আশা নাহি মিটে
জীবন যুদ্ধ পানে হেটেছি তোমার সনে
ভালোবাসার আশা দিয়ে রয়ে গেলে আড়ালে
বালক মেঘের উদভ্রান্ত খেলায় মেতে আছি আমরা
সে কী মায়া ভালোবাসা, না-কী শুধুই আশা
দিগন্তহীন দিশায় ছুটেছে আশা নিয়ে ভালোবাসা
ভবিষ্যত যেন সময়ের এক কৃষ্ণ গহবরে হারিয়ে যাওয়া
ভালোবেসে প্রেম ডোরে গাঁথি ঘুরায় সবারে
যা কিছু ছিল আশা ভাঙে যে অঙ্কুরে
ভালোবেসে দাম পাবার আশায় কেউ সৎ হয় না
যার সৎ হবার তার সৎ না হলে ভাল লাগে না
জ্ঞানকে ভালো না বেসে দুঃখের কারণ যদি হয় মমতা
আবার তৃপ্ত হয় না যা তার নাম আশা
তবুও কিছু আলোর ফুলকি ইতি উতি চোখে পড়ে এই ঘোর অন্ধকারে
সেই আশা নিয়েই ভালোবেসে জ্ঞান ছুটে চলে দিগদিগন্তে
আশা জাগিয়ে ভালোবাসার কথা বলে
নীরবে নিঃশব্দে তোমার প্রস্থান কী ইঙ্গিত করে
আশা আকাঙ্খা আর বিশ্বাসের গতি
ভালোবেসে হাত ধরাধরি করে চলাই তার রীতি
আশা নিয়ে আশার আলো ছুটে বেড়ায় দিগ্ দিগন্তে
ভালোবেসে কেউ পায় কেউ বা পাওয়ার আশায় কর্ম করে
ভালোবেসে আশার আলো ধরতে গেলে
নিরাশা হয়ে ফিরতে হবে
ফুল গাছে ফুল ফোটে
ভালোবেসে মানব হৃদয়ে আশার আলো জেগে উঠে
আশার আলো দেখেন তারাই
জ্ঞানকে ভালোবেসে এখনো যাদের সফলতা আসে নাই
আশার আলো মনের ঘরে হৃদ মাঝারে বসে থাকে
ভালোবেসে জ্ঞানের আলো জ্বালবে বলে
ভালোবেসে আশার আলো নিয়ে মানুষ বেঁচে থাকে
কে যে পাবে আর কে যে পাবে না তা সময় বলে দিবে
যে মনের অগোচরে আশার আলো বিরাজ করে
ইচ্ছে করে ভালোবেসে তাকে খুঁজে পেতে
আশার আলো মানে না কোনো বাঁধা বিঘ্ন
যতক্ষণ ভালোবাসা না পায় ততক্ষন ছুটে বেড়ায় পাগলের মতো
জ্ঞানকে ভালোবেসে কোথায় কখন কিভাবে আশার আলো সঞ্চার হবে
তা কী কেউ বলতে পারে
আশার আলো জ্বলে নিভে তা যেমন কেউ জানতে না পারে
জানতে পারলে যে আশায় ভালোবাসা তার কী হবে
আশার আলোকে পুঁজি করে
ভালোবেসে জীবজগৎ ঘুরে মরে
আশার আলো কোন রঙে দেহ করে আলো
ভালোবাসার রং যেমন আশার আলোও তেমন
সূচনাতেই আশার আলো নিভে গেল
জ্ঞানকে ভালোবেসে আমার পথ চলা না হল
আশার আলো প্রাণে জাগে বার বার
তাইতো ভালোবাসা নিয়ে পথ চলা আমার
আশার আলো নিয়ে বেঁচে আছি
নইলে ফিরিয়ে দেবার পরেও এখনো তোমাকে ভালোবাসি
আশার আলো যদি না থাকে অন্তরে
বৃথা তার ভালোবাসা বৃথা তার ধারণা ধারণে
আশার আলো দেখতে কেমন
দেখাতে পারবে কী ভালোবাসা যেমন
জীবন প্রদীপ আশার আলো
ভালোবেসে ঘরে ঘরে জ্বালো
আশার আলো দেখতে পাই না কেন
তার সনে ভালোবাসা হয়নি বুঝি এখনো
আশার আলো কেমন করে জ্বলে নিভে
যদি পারো দেখাও আমায় ভালোবেসে
জীবন স্রোত থেমে কী আছে
তেমনি আশার আলো ছুটে চলে ভালোবাসা পেতে
ঊষার আলো আশার আলো নিয়ে আসে ঘরে ঘরে
ভালোবেসে মানুষ ছুটে চলে যে যার লক্ষ্যে
গোধূলি লগ্নে আশার আলো নিভে যায়
ভোরের আলোয় ভালোবেসে সেই আলো দেখা দেয়
আশার আলো জীবনকে করে রাখে সচল
নয়তো ভালো না বেসে মানুষ হয়ে যেত অচল
আশার আলো ধরে ছুটে চলি আমি
পাই কী না পাই ভালোবেসে ছুটে বেড়াই
আশার আলো আছে বলেই ভালোবেসে পথ চলা
নইলে জীবন যে আঁধারে ভরা
ভালোবেসে হাসি কান্নার রোল তুলে জীবন কাটিয়ে দিচ্ছি
কারণ আশার আলো নিয়ে আমি যে বেঁচে আছি
যে জ্ঞানকে ভালোবাসে না সে নিজের জন্য ভাবে না, সমাজের তোয়াক্কা করে না
কারণ সে যে আশার আলো দেখতে পায় না
আশার আলোয় আত্মায় আত্মার সংযোগ যখন ঘটে
জ্ঞানের আলোয় ভালোবাসা পেলে তা আরও বাড়ে
যন্ত্রায়নের যন্ত্রনায় একটা সীমারেখা থাকবে
আর আশায় আলোয় বেঁচে থাকা মানুষ ভালোবেসে তা তৈরী করবে
আশার আলো নিভে গেলে ভালোবাসা না পাবে
তখন হাসি কান্না সুখ দুঃখ এক হয়ে যাবে
হাসির গল্পে হাসি আসে না, অন্য গল্পে দুঃখ কান্না আবেগ আসে না
তখন বুঝতে হবে ভালোবাসার অভাবে আশার আলো গেছে নিভে
নশ্বর জীবনের প্রতিটি মুহূর্ত থাক জ্ঞানের প্রতি কৃতজ্ঞ
আশার আলো জ্বেলে অন্ধকার দূর করে প্রাণ খুলে ভালোবাসো
ভালোবেসে আশার আলো পুঁজি করেছে যে
জ্ঞান কর্মেই বিশদ বুদ্ধি প্রাপ্ত হয়েছে সে
গোধূলি বেলায় যার হয়নি এখনো সন্ধ্যা উপাসনা
ভোরের আলোয় আশার আলো পেতে ভালোবেসে করো অপেক্ষা
ভালোবেসে হৃদয়ে আনন্দ অনুভব যখনই হবে
তখনি আশার আলো জেগে উঠবে অন্তরে
এটা নয়ত ওটা এই দুইয়ের মাঝে
ভালোবেসে আশার আলো জ্বলে আর নিভে
মানুষের উৎকর্ষ যে বর্ণ ধর্ম জাতির উর্দ্ধে
জ্ঞানকে ভাল না বেসে আশার আলো নিভে গেলে তা থাকে শুধুই বর্ণে
ভরসার চাইতে ভাবনা যদি বেশি আসে
জ্ঞানকে ভাল না বেসে আশার আলো নিভে যেতে সময় না লাগে
জ্ঞানকে ভাল না বেসে অনেকের মধ্যেও আমি আশ্চর্য একা
আশার আলো দেখতে পাই না বলে সকলি লাগে ফাঁকা
আশার আলোয় শৈশব, কৈশোর, যৌবন তারপর আসে বৃদ্ধকাল
জ্ঞানকে ভালোবেসে ভেবে দেখেছো কী কে সেই মহাকাল
দেখে শুনার ও শুনেছি দেখার ভঙ্গিটি যদি সপ্রশ্ন না হয়
জ্ঞানকে ভালোবেসে আশার আলোয় পথ চলা নিতান্তই প্রশস্তি সূচক হয়
আশার আলো শব্দ বাক্য সংলাপকে শক্তি দেয়
আর জ্ঞানের প্রতি ভালোবাসা সকলের ইন্ধন জোগায়
স্মৃতির রং ধূসর শোকের রং কালো
তাই ভালোবেসে হৃদপদ্মে জ্বালো তুমি জ্ঞানের আলো
যদি ভালোবেসে জ্ঞানের আলো জ্বালাতে পারো অন্তরে
তবে আঁধার পলায়ে গিয়ে প্রবেশে আঁধারে
জ্ঞানকে ভালোবেসে জ্বালো তুমি নতুন আশার আলো
যা প্লাবিত করবে দিগ্ দিগন্তে অন্ধকার আছে যত।।