ভাবতে হবে ভাবাতে হবে কেন এখনকার কিছু ছেলেমেয়েরা
সত্যকে ভাল না বেসে করে অবহেলা
এই কঠিন সময়ে বিপন্ন মানবজমিনে
ভালোবেসে সত্যধন ফলাতে হবে
আবার সেই সাম্যের গান গাও তুমি প্রাণভরে
যেন ভালোবেসে সত্যধনে মানবজমিন উঠে ভরে
জ্ঞানের কারিগর আছেন যাহারা মানবসমাজে
ভালোবেসে সঠিক পথ দেখাবেন তাঁহারা প্রাণখুলে
দেশ জুড়ে বদলে যাচ্ছে সত্যকে ভালোবাসার রূপ
আর ভয়াল রুক্ষতায় ছিন্নভিন্ন হচ্ছে তার স্বরূপ
সভ্যতার অগ্রগতি মানে যন্ত্রের যান্ত্রিকতা আনে
আর সত্যকে ভালোবাসার ভুলে জ্ঞানহীন মানব সমাজ উঠে গড়ে  
শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ
ভালোবেসে জ্ঞান না থাকিলে সকলি যে অন্ধ।

সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা