আত্মসাক্ষাৎ ব্যতীত কিছুতেই মুক্তি নাই, ইহাই তো শাস্ত্র
ধর্মশাস্ত্রে ভালোবেসে ইহাই স্থিরীকৃত
মত্ত-মাতঙ্গপ্রায় মনকে যাহারা অষ্টাঙ্গ যোগসাধনে আত্মবশ করিতে পারে
তাহারাই ভালোবেসে সত্যলাভে অধিকারী হইয়া থাকে
যে সময়ে জ্ঞান ভালোবেসে অনাদি অবিদ্যাজাত বাসনাজালে জড়িত
এবং অহংকারসম্ভুত চিত্তবৃত্তি সহিত হন মিলিত
তখনই তিনি ভ্রান্ত আত্মহারা হইয়া যে কোন শরীর গ্রহণপূর্বক
ভালোবেসে সংসার-মার্গে করেন ভ্রমণ করিতে সৃষ্টিকে সার্থক
তৎকালে আত্মা প্রকৃতিসম্ভুত সত্ত্ব, রজঃ, তমঃ
এই ত্রিবিধগুণে ভালোবেসে হন বদ্ধ
তখন তিনি আর ভালোবেসে পান না স্বাধীনতা
প্রাপ্ত হন অবশতা।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা