সত্যকে ভালোবেসে যিনি সদাচার পথের প্রবর্ত্তক
আবার জ্ঞানের অভাবে সেই পথ হয়ে ওঠে হিংস্রক
যাহাতে সত্যকে ভালোবাসার কথা আছে
সেই কথাই কথা হবে ভুলে যেও না ভুল করে
ভালোবেসে যাহার চিত্ত জ্ঞানে অর্পিত
সেই মনকেই মন বল যা অচ্যুত
সত্যের প্রতি ভালোবাসা যতদিন আছে হৃদয়ে
জীব ততদিনই বেঁচে থাকে
সত্যকে ভালোবেসে যে না করে আদর
অন্য বিষয়ে শ্রম করা যেন অনাদর
ভালোবেসে সত্যের নামকীর্ত্তন যে বা করে
তাতে জীবের মঙ্গল অনিবার্য ধরিবে
ভালোবেসে সত্য লাভ করিলে
সবচেয়ে বড় ধনার্জ্জন হইবে
ভালোবেসে সত্যকে পাইলে
ইহাই  জীবনের সবচেয়ে বড় ফল জানিবে
জ্ঞান হয় শরণাগতের ত্রাণকারী
তাই তাকে ভালো না বেসে কি থাকতে পারি
তত্ত্বস্বরূপ অথচ রূপাতীত যে জ্ঞান
তাকে ভালো না বাসলে রয়ে যাব অজ্ঞান
সগুণ নির্গুণ আবার দুঃখবিনাশী যে জ্ঞান
ভালোবেসে দেখো তুমি সে কি শত্রু, মিত্র না স্বজন।

সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা