যুক্তিবুদ্ধির বাঁধুনি যদি দেওয়া যায় কথায়
তবে ভালবেসে কল্পকাহিনী স্থান না পায়
বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকমের পোশাক পরতে হয়
তেমনি স্থান, কাল,পাত্র ভেদে জ্ঞান ভালোবেসে তার চরিত্র বদলায়  
রোগ, শোক,জরা,জীর্ণ,ব্যাধি কোন জাত কোন পাত উল্লেখ নেই তার
সত্যকে ভালো না বাসলে জাত পাতের অসুখ ক্ষমা করবে না আর
প্রকৃতির এত উপাদান জাতপাত ভেদ করে না তারা
প্রকৃতি ভালোবেসে এক থেকে তার সৃষ্টিকার্য করে সমাধা
মান, হিংসা,ঝগড়া,মারামারি সমস্ত দ্বন্দ্ব মিটে গেলে  
সত্যকে ভালো না বেসে মানুষ কি থাকতে পারে।

সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা