মা বলি ডাকি যখন স্নেহেতে উথলি উঠে জননীর প্রাণ
ভালোবেসে অঙ্কেতে আমায় তুমি করহ ধারন
ক্ষণে ব্রহ্মজ্ঞান ক্ষণে পুত্র জ্ঞান ভালোবেসে স্নেহের নয়নে
মায়াবশে মাতা মন স্থির করিতে নাহি পারে
মা ও ছেলের ভালোবাসা চিরন্তন ও অমূল্য এই ভবে
মূল্য দিয়ে বুঝতে হলে জন্ম নাও মাতৃগর্ভে
কথা, কুকথা, সুকথার ঢেউ খেলা করে বায়ু ভরে
যার যা খুশি ভালোবেসে গ্রহণ করে প্রাণ ভরে
সত্যকে ভালো না বেসে অনর্গল বিদ্বেষের চাষ কর যদি
ফল ফুল না ফলে হবে তোমার কন্টক বৃক্ষের বৃদ্ধি
সত্যকে ভালোবেসে নীলজলে নীলকান্তমনি থাকে ভেসে
তত্ত্ব নাহি কর কোথা নীলমণি পাবে
ভালোবেসে নীলমনির দেখা পেলে হবে আলিঙ্গন মিষ্ট সম্ভাষণ
মনোকথা হয় কত দুজনে তখন
ভালোবেসে সত্য সনে দেখা নাহি হয় সর্বক্ষণ
ভাগ্যবশে তব সনে নিশ্চয়ই হবে দর্শন।
সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ,পত্র পত্রিকা