ভালোবেসে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক প্রকৃত আত্মীয় বলে মানি
রক্তের সম্পর্কে প্রকৃত আত্মীয় হয় না বলে জানি
কানা,খোঁড়া, ল্যাংড়া পথ দুর্ঘটনায় যায় না মারা
ভালোবেসে চোখ খুলে হাঁটে যারা দুর্ঘটনায় পড়ে তারা
যেখানে চোখ খুলে পথ চলতেই মানুষ রাস্তা ভুল করে  
সেখানে চোখ বন্ধ রেখে সত্যকে ভালবেসে কোন রাস্তা যায় খুলে
তাড়াহুড়োয়  বিলম্বিত ফল ভালোবেসে বলে যাকে ধ্বংসপ্রাপ্ত কল
সঠিকভাবে হয় না কিছু বেঠিক যার ফলাফল
তাড়াহুড়ো করলে সময় নষ্ট হবে মারাত্মক ভুলে
ভালোবেসে সুষ্ঠু চিন্তা আসবে না মাথাতে
তাই বলে মাছি ধরতে বিলম্ব হলে
সেই ফাঁক গলে যাবে মাছি উড়ে।

সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা