অন্তর্হিত দেশে অবস্থিত থাকিয়া যে সত্যকে ভালোবাসতে বাধা দেয়
অভ্যন্তরবর্তী বিদ্যা মিত্রকে জাগিয়ে সেই শত্রুকে দগ্ধ করিতে হয়
কৃষ্ণবর্ণ রাত্রি এবং শুভ্রবর্ণ দিবস জ্ঞানগম্য স্ব স্ব প্রবৃত্তি দ্বারা
ভালোবেসে অখিল জগৎ রঞ্জিত করে নিয়ত পরিবর্তন আনিয়া
তাঁতি, তাঁত,তন্তু সতত চেষ্টা দ্বারা যেমন বস্ত্র বয়ন করে
তেমনি বিদ্যাকে ভালবেসে জ্ঞান দ্বারা তোমার লক্ষ্যে পৌঁছবে
উচিত অবসরে তোমার বক্তব্য রাখো সততা সহকারে
আর সত্যকে ভালোবেসে বিদ্যা পুষ্প ছড়িয়ে দাও সবার মাঝে
চিত্ত অপেক্ষা অধিকতর বেগশালী নিশ্চল জ্যোতি
সুখের পথ প্রদর্শন করিতে ভালোবেসে অবস্থান করে জীবের মধ্যি।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা