ধর্ম বর্ণ নিয়ে করি আমি রাজনীতি
কোন গ্রন্থির ক্ষরণে হয় তার এত বাড় বৃদ্ধি
কোন গ্রন্থিতে রাজনীতির এই হরমোনের নিঃসরণ
এখনো তার খবর করতে পারেনি প্রযুক্তির ধন
সেই হরমোন নিয়ন্ত্রণের থাকত যদি ঔষধ
তবে রাজনীতির অকালবোধন আমায় করতে পারত না বধ
অসুস্থ দেহের অসুস্থ মনে আমি করি যে রাজনীতি
সেই চাপ সহ্য করতে দেহ মন আর হয়না রাজি
এই অসুখের থাকতো যদি ট্যাবলেট ক্যাপসুল সিরাপ
তবে রাজনীতি আমায় আর দিতে পারত না কোন অভিশাপ।
সংগ্রহ: আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা