জীবনে অপরের মতো হতে চেয়ে
সবচেয়ে বড় ভুল করেছি আমি
অপরের মতো হওয়াটা যে গুরুত্বপূর্ণ নয়
এ কথাও এখনো বুঝতে শিখিনি
নিজের মতো নিজেকে যদি সাজাতে পারতাম
হয়তো নিজের কাছে নিজেই অপরাধী হওয়া থেকে বাঁচতাম
অন্যের মতো নিজেকে সাজাতে গিয়ে
আমার নিজের সত্ত্বাটাকেই ফেলেছি আজ হারিয়ে
আমার মতো আমি থাকবো
শুধু ভুলগুলো শুধরে নিয়ে সম্মুখে এগিয়ে যাব
অপরের জন্য নিজেকে করতে পারতাম যদি উৎসর্গ
তবুও মনটা আজ সেই কথা ভেবে হয়তো সান্ত্বনা পেত
একে অপরের জন্য হওয়া শিখতে পারিনি এই মন্ত্রও
তাই এই জীবনটা বুঝি আমার বিফলেই গেল।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা