মস্তিস্ক হয় সাদা খাতার মতো
জ্ঞান, বিদ্যা, শিক্ষা দিয়ে এঁকে দাও কোষের প্রাচীর ইচ্ছেমত
কত ঘোড়া পিটিয়ে বিড়াল বানিয়ে ফেললাম
তাই বুদ্ধিমান হিসেবে আমার আছে যে সুনাম
এমন বিদ্যা শিক্ষা করেছি অর্জন
তাই বুদ্ধিমানমানুষ আমায় দেখলে শুধু করে বর্জন
বিদ্যা শিক্ষা না নিয়েই হয়েছে জ্ঞানের এমন ধার
ধারের কাছে কেউ চাপতে না পেরে হয়ে যায় ঘরের বার
জ্ঞানের আলো জ্বলে অন্তরে দেখা যায় না বাইরে থেকে
তাই মুখের সামনে মোমবাতি ধরে মুখ উজ্জ্বল করে দেখাই সবাইকে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা