ভালোবেসে বাবার বদলির অর্ডার এসে গেছে,
মা তো অনেক দিন আগেই সেই আদেশ মেনেছে,
আমার ট্রান্সফার অর্ডার তৈরী হচ্ছে ভালোবেসে
যেতে হবে পৃথিবী থেকে অচেনা অজানা কোনো স্টেশনে,
জীবন বড়ো অনিশ্চিত তবুও তাকে ভালোবাসি
থাকা যে যাবে না যৌবনে তা মানতে না পারি,
বেলা গড়ায় বেলা ফুরায়
তবুও ভালোবেসে জীবনের সাধ যেন অপূর্ণ থেকে যায়,
নতুনের মাঝে যদি হারিয়ে ফেলি নিজেকে
তাই ভালোবেসে পুরোনো কে আঁকড়ে ধরি শক্ত হাতে,
আমি কী ভালোবেসে অতীত নিয়ে বাঁচতে চাই
না কী অনাগত ভবিষ্যত দেখে ভয় পাই,
ভালোবাসা ভুলে একটা একটা করে গাছের পাতা ঝরে পড়ে
যেন জীবন খাতার পাতা ফুরিয়ে যায় এমনি করে,
বর্তমান মুছে গিয়ে অতীতে তা জমা হবে
আর আমার দিনগুলো ভাল না বেসে অবহেলা অনাদরে কেটে যাবে,
বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিকোশ ভাল না বেসে দুর্বল হবে
আর আমার ভাবনাগুলো কেমন তালগোল পাকিয়ে উঠবে,
তবুও আমি প্রতিদিন নতুন ভোরে নতুন দিনে
ভালোবেসে কলম আর কাগজ নিয়ে খেলা করি দিনের সাথে,
ভাল না বেসে কবে যে আমার পথচলা থেমে যাবে
আমি নিজেই জানি না কোথায় সফরের ইতি টানা আছে,
দৃষ্টিতে যখন জ্বলে উঠে হাজার তারার আলো
ভালোবেসে তা কী নতুনের আহ্বান নাকি প্রদীপ নিভে যাওয়ার মুহূর্ত।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা