প্রাধান্যব্যঞ্জক প্রশস্তাক্ষরশালিনী আছে যে বর্ণ
সেই প্রশস্তলিপিতে জীবন থাকে বদ্ধ
বিদিত বর্ণে আছে আত্ম পরিচয়
তথাপি অবিদিতের ন্যায় গমন শোভা নাহি পায়
বিশ্বেশ্বর আছেন বর্ণের রাজধানীতে
জগতের সেই ত্রিলোকবিদিতাকে আমি থাকি ভুলে
বর্ণধর্মার্থ যিনি তিনিই কামমোক্ষদাতা
আবার বিদ্যা নামে নিখিল জীবের ত্রাতা
পথিকগণের বিশ্রামের নিমিত্ত
বর্ণ সকল সময় তার বর্ণত্ব নিয়ে থাকেন ব্যস্ত।
সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ,পত্র পত্রি