জল স্থল ছিলই দূষণের কবলে
এবার অন্তরীক্ষেও ঘনাচ্ছে বর্জ্য দূষণের বিপদে
ক্ষতির মুখে দাঁড়িয়ে আছে স্ট্র্যাটোস্ফিয়ার
যা বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ স্তর
ইন্টারনেটে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম উপগ্রহ নির্ভর
বিভিন্ন স্যাটেলাইট এর উপর যা করে আছে ভর
১০ হাজারের বেশি সক্রিয় উপগ্রহ
এই মুহূর্তে চক্কর কাটছে পৃথিবীর চারপাশে অনবরত
২০৩০ সালের মধ্যে হয় যদি তা ১ লক্ষ
পরবর্তী পাঁচ বছরে তা ছুঁয়ে ফেলবে পাঁচ লক্ষ
কার্যকালের মেয়াদ হয় যখন উত্তীর্ণ
উপগ্রহগুলি তখন অন্তরীক্ষে রাখে তার দেহ
যা জ্বলে পুড়ে খাক হয়ে যায় সেই বায়ুমণ্ডলে
আর ক্ষতিকর নানা বর্জ্য উচ্চস্তরগুলিকে অসুস্থ করার পক্ষে তা সত্যি যথেষ্ট।
সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ,পত্র পত্রিকা