অচঞ্চল স্থির জ্ঞান সত্ত্বা সমগ্র জগতকে আচ্ছাদন করে রাখে
আবার ভালবেসে সকল বস্তুর অন্তরে বাস করে
জ্ঞানসত্তারূপে সকলের অন্তরে থেকে
ভালোবেসে সব কিছুকেই তিনি নিয়ন্ত্রিত ও পরিচালিত করে
অখিল জ্ঞান সত্তা বিশ্বের অন্তরে থেকে
বিশ্বজগতের মধ্য দিয়ে ভালবেসে আপনাকে প্রকাশ করে
যে জ্ঞান সত্তা নিরপেক্ষ কোন কিছুরই অস্তিত্ব নাই
অথচ মানুষকে ভালবেসে এই অন্তর্যামী ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা চাই
এই জগতের কোন বস্তুর উপরই কোনোরূপ আসক্তি বা মোহ না থাকিলে
সেই নিরপেক্ষ জ্ঞান সত্তার অস্তিত্ব অনুভূতি ভালোবেসে সম্ভব হবে তার পক্ষে
অনাসক্তি, ত্যাগ, বৈরাগ্যের ভাব যখন অন্তরে ভরে ওঠে
তখন তিনিই পারেন সর্বভূতে ঈশ্বর দর্শন করে সকলকে ভালবাসতে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা