আমরা ঈশ্বরের অস্তিত্বের দাবীকে যদি অস্বীকার করি
তা ঘুরপথে তার অস্তিত্বকে স্বীকার করানোর ফন্দি
বর্ণের আলো ও অন্ধকার দুই দিক আছে
যার যা ভালো লাগে তুলে নেয় হাসিমুখে
উভয় লিঙ্গ ভালো না বাসলে হবে না সৃষ্টি
তাই ঈশ্বরের অস্তিত্ব আছে বা নেই এই দ্বন্দ্বে হয় তার বৃদ্ধি
নড়বড়ে বিশ্বাসের বিজ্ঞান নিয়ে এখনও যাঁরা আছে টিকে
জ্ঞানের যুক্তিতে সাজিয়ে নাও যা ভুল ছিল পাছে
ঈশ্বর যারা বিশ্বাস করে না সত্যকে ধরে শক্ত হাতে
জ্ঞানের অপর নাম যে ঈশ্বর একথাও তারা গেছে ভুলে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা