জন্ম থেকে কেউ চোর হয় না একথা যেমন সত্য
আবার ভাগ্য শব্দ ব্যবহারে এ কথার পাই না সারসত্য
তবে কি আমি সুবিধাভোগী
যখন যেখানে যেমন দরকার সেখানে তখন সেই শব্দের ব্যবহার করি
জন্মগুণ বা জন্মদোষ যেখান থেকে এ কথার উৎপত্তি
সে কথাও আমরা কি ভালো না বেসে ফেলে দিতে পারি
সুপ্ত প্রতিভা বলে যে শব্দ ব্যবহারে আমরা পটু
তার আগমনও ভাগ্যের ঘরে বন্দি কিন্তু
সর্বশিক্ষা নিয়েও রাজার ছেলে যেমন চরিত্রবান হয় না
তেমনই অনেকে অর্ধাহারে, অনাহারে থেকেও শিক্ষা না পেয়েও চরিত্র হারান না
একটু তলিয়ে ভাবতে গেলেই চোখে দেখি সর্ষে ফুল
বিধাতা যেন ভাগ্যের দোলনায় আমায় তখন দিচ্ছে দোল
অসহায় মানুষ কর্ম করে ভাগ্যের হাত ধরে
আর ক্ষমতাবান অহংকারে তার নিজ ভাগ্য গড়ে
আমার কাছে ভাগ্য বন্দী না ভাগ্যের কাছে আমি
এই খেলায় ভাগ্য দেবতার মতামত বোধহয় অত্যন্ত জরুরী।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা