জ্ঞান-বিজ্ঞানের প্রয়োগ ও বিস্তারে
ভালোবেসে পাবে তুমি আলোর দিশা চারিদিকে
ভালোবেসে জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করো
আর বিজ্ঞানকে পেতে বিদ্যাধন জড়ো করো
জ্ঞানে বিজ্ঞান, বিজ্ঞানে ধর্ম, প্রযুক্তি, চিকিৎসা বিদ্যা,পরিবেশ
ভালোবেসে আরো কত আছে তার সন্নিবেশ
বিজ্ঞানকে কিরকম দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা যথাযথ
সত্যকে ভালবেসে তা তুমি কর আয়ত্ত
বৈজ্ঞানিক কার্যকলাপ কতটা যুক্তিযুক্ত
সত্যকে ভালোবেসে তার ব্যাখ্যা আন
জ্ঞানজগতের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক কি রকম
বিদ্যাকে ভালবেসে বোঝার চেষ্টা করো তার রকম সকম
রাজনৈতিক, সাংস্কৃতিক লক্ষ্যকে পূরণ করার ক্ষেত্রে
জ্ঞান-বিজ্ঞান ভালোবেসে কোন ভূমিকা নিয়ে থাকে
কোন পাশ্চাত্য বিজ্ঞানকে গ্রহণ করব আর কোনটি বর্জন
বিদ্যার প্রতি ভালোবাসা তোমায় তা করে দেবে নির্ধারণ
সত্যকে ভালবেসে যদি করতে চাও আধুনিকীকরণ
অন্য কোন পথ নেই আছে শুধু বিজ্ঞানের সম্প্রসারণ
সমাজবিজ্ঞানীদের চর্চা জ্ঞানের অভিনবত্ব অর্জন করা
বিদ্যাকে ভালবেসে জারি থাকে তাদের সেই ধারা
পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান আয়ত্ত করার মধ্য দিয়ে  
পেশাদারী বিজ্ঞানচর্চাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে
বিজ্ঞানচর্চাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করাতে হলে
ভালোবেসে বিদ্যা অর্জন করতে হবে আগে
জ্ঞান-বিজ্ঞানচর্চাকে দেশীয় ভাষায় প্রচার করে
ভালোবেসে ছড়িয়ে দাও সবার মাঝে
জ্ঞানের রাস্তায় সত্যকে ধর তুমি সেতুরূপে
আর বিদ্যাকে ভালবেসে সাথে রাখো সেতু পার হতে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র