অনাদি অবিদ্যাজনিত দৃঢ়মূল
সত্যের প্রতি ভালোবাসা হলে তবেই দূর হবে সকল
সংযতাত্মা বিবেকবান্ মানবই জ্ঞানের মাহাত্ম্য আছেন বিজ্ঞাত
আর হৃদয় দিয়ে অনুভব করেন আত্মজ্ঞানই সর্বশ্রেষ্ঠ
জ্ঞানের প্রতি যদি না আসে বিশেষ যত্ন
জ্ঞান সম্পদ কদাচ তাহাদিগকে করবে না স্পর্শ
সমুদয় দেহীগণের আত্মাই বিশুদ্ধ জ্ঞান
অথচ ভালোবেসে সেই সর্বগত সূক্ষ্ম বিভূ আকাশবৎ নিষ্ক্রিয় রন
যাহাতে আত্মা হতে পারেন সুস্থ
সেই সত্যের প্রতি ভালোবাসা আনাই জীবের কর্তব্য।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা