ভালোবেসে চিৎ কাৎ হোটেলের বাসিন্দা আমি
কাৎ হয়ে হয়ে শোয়াই আমার ভাগ্য বলে মানি,
ভালোবেসে চিৎ হয়ে শুলে লাগে ১৩ টাকা,
আর কাইত হয়ে শুলে দিতে হয় ৫ টাকা,
ভালোবেসে চিৎ হয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা
আর চিৎ হওয়াই যেন আমার কাছে লাখ টাকা,
গরিবি হটাও দেশ বাঁচাও এই স্লোগানের সাথে
ভালোবেসে ভাগ্য আমার সাথ দেয়নি কোনো কালে,
সরকার ভালোবেসে তার চেষ্টার ত্রুটি রাখেনি
কিন্তু আমি সেই স্বপ্ন সফল করতে পারিনি,
ভালোবেসে কাৎ হয়ে শোয়াই যার ভাগ্য
চিৎ হয়ে কর্ম না করাই তার ভবিতব্য,
ভালো না বেসে দোষ দিব কাকে,
আপন ভাগ্য গড়েছি যে নিজ হাতে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্ম গ্রন্থ, পত্র পত্রিকা।