সার্থক মানব জনম পেয়ে
ভুলের ভুলে ভুল যে আরো বাড়ে
ভালবাসতে ভুলে গিয়ে এলাম আমি ভবে
সুযোগ পেয়ে সুযোগ হারাই ভেবে দেখি না মনে
সুযোগ পেয়ে যা হারিয়েছি আমি
আবার সত্যকে ভালো না বেসে হাহাকারে জীবন গড়ি
অনন্তরূপে আছে অনন্ত শক্তি
ভালোবেসে গ্রহণ করতে পারি না তার যত সৃষ্টি
অন্তহীনের অন্ত খুঁজতে যাওয়া বোকামি বৈকি
তাই ভালবেসে সীমার মাঝে থাকতে চাই আমি
যে ভাগ্যে মিলে এ মানব তরী
তাকে ভালো না বাসলে সকলি যে মিছামিছি
তরা করে তরী নিয়ে তীরে উঠতে যদি চাও
ভালোবেসে তরীখানা তার নামে ভাসাও।


সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা