স্বেচ্ছায় ভালোবেসে কেউ কখনো হয় না শ্রমিক
স্বগৃহের দারিদ্রতাই নির্ধারণ করে তার দিক
সত্যকে ভালো না বেসে ভেদ অভেদের সীমা যায় যদি মুছে
তবে পথচলা হবে দায় ভবিষ্যতে
বাণিজ্যিক ও রাজনৈতিক চাপে স্বাস্থ্যবিজ্ঞান যদি যায় পিছনে চলে
তবে অজ্ঞান ভালবেসে তার ব্যবসা চালায় রমরমিয়ে
অংকে কেউ একশোয় একশো, কেউ ষাট সত্তর,কেউ বা টেনেটুনে পাস
আর অবশিষ্ট আমি ভালোবেসে হাতে ধরে আছি পেন্সিল নামক বাঁশ
সত্যকে ভালো না বেসে মুক্ত চিন্তার পরিসরকে যারা করতে চায় খর্ব
ছিদ্রান্বেষীদের অন্বেষণ সেই দিকেই হয় ধাবিত।

সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা