কেমন খেলা কেবা খেলে বুঝলাম না কারবার
সত্যকে ভালোবাসতে না পেরে বৃথা গেল এ জন্ম আমার
মনেতে ভাবিল কাল অতীত হয়েছে
জ্ঞান বিচারে দেখ তুমি ভালোবেসে কাল থাকে অগ্রে
ভালোবেসে ইন্দ্রিয়েরে করিলে জয়
হইবে তোমার আত্মজ্ঞানের উদয়
সংসারকে ভালবেসে শুধুই মায়ামোহে মজি
বৃথা হয় জন্ম আমার যদি সত্য নাহি ভজি
সর্বজীবে সমদয়া এই সার ভাষা
ভালোবেসে শিখতে পারলে দূর হবে ভব তৃষ্ণা
পরদুঃখে দুঃখ জ্ঞান জীবে দয়াময়
ভালবাসতে গেলে এই জ্ঞান থাকা চাই শোনো মহাশয়
সত্যকে ভালোবেসে পরম বৈষ্ণব যিনি তিনি মহাপুণ্যবান
তার সম ত্রিজগতে নাহি ধৈর্য্যবান
নিরন্তর মনে ধ্যান করে মুক্তজন
ভালোবাসে বলে গেছেন জ্ঞানী গুণীজন।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা