ভালোবেসে যখন স্বপ্ন দেখি তখন স্বপ্নই বাস্তব বলে মানি
বাস্তব বলে কিছু আছে সে কথা  মনে থাকে কি
আবার বাস্তবে স্বপ্নের কথা অন্য ভুবন বলে ভাবি
তখন স্বপ্ন বাস্তব নয় অধরা স্বপ্নই তাকে ধরি
আর বেটা কল্পনা করে যত জল্পনা
নতুন পুরাতন গল্প ফেঁদে মানুষকে ঘোরায় নাকে দড়ি দিয়ে
ভালোবেসে সত্য বললে মানুষের বিরাগভাজন হতে হয়
আর মিথ্যে প্রশংসায় মন শান্ত রয়
পড়ন্ত আলোর দিকে তাকিয়ে বিকেল যে নিভে আসছে
তেমনি সত্যকে ভালো না বেসে জীবন প্রদীপ নিভু নিভু করছে
শিশুর তুলতুলে শরীরে আঘাত লাগার ভয়ে "ওয়াকার" দিয়ে হাঁটালে
সত্যকে ভালোবাসার অভাবে প্রশ্রয় আর অভ্যাস তাকে পঙ্গু করে দিবে
জ্ঞানকে ভালো না বেসে শিক্ষায় পাশ ফেল প্রথা তুলে দিয়ে
শিক্ষার অধিকার ধুয়ে জল খেলে কি লাভ হবে
যোগ্যতা অর্জন করার জন্য যে শ্রম আর অধ্যবসায় দরকার
সত্যকে ভালো না বাসলে তার আগ্রহ ও ধৈর্য দুই হয় ছারখার।

সংগ্রহ :আদর্শলিপি,ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা