ওঁম্ এই অক্ষরদ্বয়
বাক্ ও প্রাণরূপে পাই মিথুনের পরিচয়
যখনই মিথুন হয় সম্মিলিত
তখনই তাহারা পরস্পরের কামনা করে পূর্ণ
স্বরবর্ণ প্রকৃতি আর পুরুষ ব্যঞ্জনবর্ণ
শব্দ আকারে প্রকাশিত হয় কাম্যবস্তু সমূহ
"ওঁম্" সেই অক্ষর অনুমতিজ্ঞাপক
যখনই কোন বিষয়ে অনুমতি দেওয়া হয়
তখনই ওঁম্ হয়ে ওঠে বলকারক
যা শব্দের বংশবৃদ্ধির একমাত্র ধারক
এই যে আজ্ঞা, আদেশ, অনুমতি, অনুজ্ঞা অক্ষর
ইহাই শ্রেয়োলাভের হেতু কারণ ইনিই বিশ্বেশ্বর
এই অক্ষর দ্বারাই ত্রয়ীবিদ্যা প্রবর্তিত
সকলই অক্ষরের ভালোবাসার জন্য
যাহারা ইহা জানেন এবং যাহারা ইহা জানেন না
ইহারা উভয়েই এই অক্ষর দ্বারাই করেন কর্ম সম্পাদন
দুর্ভেদ্য পাষাণরূপ বাক্যের যে দুগ্ধ
ইহাই অক্ষরের ব্যাখা যা দিয়ে উত্তোলন করো তোমার সত্যরূপ জ্ঞানসূর্য।

সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা