ভালোবাসা সুন্দর কিন্তু বন্ধুত্ব
সেও কম নয় একটিবার ভালোবেসে দেখে নিও
বন্ধুর মতন শুভাকাঙ্ক্ষী কে আছে সংসারে
তবুও বন্ধু কেন প্রাপ্য মর্যাদা পায় না আমাদের মাঝে
শিশুকালে হয় যে বন্ধুত্ব
অবুঝ মনে সেই দাগ থেকে যায় চিরকালের মত
মন খুলে কথা বলতে ভালো বন্ধুর প্রয়োজন
সেই মন খোলা কথার দাম দিতে পারে একমাত্র সেই বন্ধুরই মন
বন্ধু তুমি আছো কোথায় দেখতে পাই না চোখে
দেখা না দিয়ে বন্ধু হয়ে থেকে গেলে হৃদয় মাঝে।
সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ,পত্র পত্রিকা