বোকা হওয়া আর বোকা সেজে থাকা
বেশি লাভের অংক কোনটা
দুটোর মধ্যে আছে যে বিস্তর ফারাক
এই কথা বুঝতে পারি না কারণ আমার যে সেই জ্ঞানের অভাব
আমি বোকা বলে মানুষের কথা বিশ্বাস করি
সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা করে হাসাহাসি
আমি বোকা বলে আমার নিজেকে বোঝার নেই ক্ষমতা
নইলে ময়ূর রেখে বক দেখে কেন পাই সান্তনা
মানুষ আমাকে ভালবেসে বোঝায়
আর আমি বুঝে যাই তা নির্দ্বিধায়
জগতের ভেতরে পাবেন আমায়
কিন্তু আমার ভেতরে জগত দেখতে না পাই
সেই জগতে আছে এক বোঝাপড়া
কে শেখাবে আমায় সেই লেখাপড়া।
সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা