যে বর্ণে এই জগত সৃষ্ট
সেই অসীম আনন্দলাভ করাও যে ভাগ্য
চিত্রগুপ্ত তাহাকেই করে না স্মরণ
বর্ণের বর্ণত্ব যিনি করেছেন গ্রহণ
বর্ণের বিচিত্র রত্নরাজি বিশ্বকর্মার হস্তে তিনিই করেন সমর্পণ
যিনি নিজ চিন্তাসমুদ্ভুত চিন্তামনিকে তার হৃদয়ে করেছেন অর্পণ
কোন বংশে বর্ণের জন্ম, কোন দেশে জন্ম, কি তাঁহার নাম, কি উপজীবিকা ও কিরূপ আচার
সকলের তিনি অপরিচিত অথচ তাকে নিয়ে বিবাদের অন্ত নেই আবার
নামমাত্রে শুধুই বর্ণ
কিন্ত ঐশ্বর্যসূচকে কোন বস্তুই নয় তার সমকক্ষ।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা