ভালোবাসার পাগল তুমি ভালোবাসা জানো
বাসতে গেলে কেন আবার পাগলামি করো
ভালোবাসা তুমি যে প্রকৃতি
তোমায় দেখতে আমি ভীষণ ভালোবাসি
ভালোবাসা তুমি যে রূপ, গুণ, ঐশ্বর্য
তোমায় না পেলে জীবনে নেই মাধুর্য
ভালোবাসা তুমি কি পিতৃ শাসন মাতৃ স্নেহ
নাকি প্রেয়সীর কোন আশার আলো
ভালোবাসা তুমি কি শীতের সকালে গায়ে মাখা মিঠে রোদ
নাকি মায়ের আঁচলে ঢাকা অন্য কোন উষ্ণবোধ।
সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ,পত্র পত্রিকা