ন্যায়ালয়ে প্রশ্ন কর্তার প্রথম অভিযোগ
হুজুর আমার জীবনে মান-সম্মানের কেন নেই কোন যোগ
ত্রিভুবনের কর্তা আমি আমায় মানে কজনা
সাড়ে তিন হাত অস্থায়ী জমির অস্থায়ী মালিক হয়ে এ তোমার কোন বাসনা
কেজি, লিটার, সের না মিটারে বিক্রি হয় সম্মান
এই কথা বুঝতে না পেরে তুমি আজও অজ্ঞান  
ভালো করে অবজারভেশন  করলে মান সম্মান জাস্ট একটি কনসেপশন
যেমন ঈশ্বর আছেন বা নেই এই দ্বন্দ্বের হয়না অবসান
খেটে খাওয়া দিনমজুর তার সম্মান নিয়ে নেই ভাবনা
আর তোমার সেই অভাব নেই বলে আসে যত দুশ্চিন্তা
তুমি তোমার মর্যাদা নিয়ে ভাবলে চিরদিন
কিন্তু যিনি তোমার স্রষ্টা তার কথা না ভেবেই কাটাও সারাদিন
লোকে বলে মান সম্মান হলে তার ওজন বাড়ে
কিন্তু আমায় বলতে পারো ক'কেজিতে ক'ছটাক বাড়ে
বলতে যদি পারো তবে ড্রামে রাখা আছে মান মর্যাদা সম্মান
তোমার যা লাগে ওজন করে নিয়ে তুমি করো এবার প্রস্থান।

সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা