অজ্ঞান অন্ধকারের বিরুদ্ধে যদি এক্ষুনি সংগ্রাম না করি
তবে অচিরেই ভাল না বাসার দায়ে কর্তব্যভ্রষ্ট হব তুমি আমি
সত্যকে ভালোবেসে তুমি যদি হও তার অধীন
তবেই তিনি তোমায় ভালোবেসে করে দেবেন স্বাধীন
যিনি সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, আনন্দস্বরূপ, অমৃতস্বরূপ
তাকে ভাল না বেসে মন কেন হয় তার প্রতি বিরূপ
প্রকৃতির ধর্ম বন্ধন
আর তার প্রতি ভালোবাসা হলে তিনি সেই বন্ধন করেন খণ্ডন
ব্রহ্মজ্ঞানকে ধরি অচল, অথচ তিনি মনের চেয়েও বেগবান
আবার ভালোবেসে ইন্দ্রিয় দ্বারা তিনি লভ্য হন।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা