অস্পৃশ্যতা নামক কদর্য প্রথাটি
সমাজে ভালোবেসে ডাল-পালা মেলতে চায় যদি
ভক্ষ্য-অভক্ষ্যের বিচার দিয়ে ভালো না বেসে যার যাত্রা শুরু
তার ছুতমার্গ কায়েম করে জাতিপ্রথা নামের গভীর ক্ষত বহন করে শুধু
যে বেদনা বহন করে ব্যক্তি বা সমাজ
সেই ক্ষত দেশকেও ভালো না বেসে রেহাই দেয় না কাল অথবা আজ
অস্পৃশ্যতার বিষবৃক্ষকে রোপন করে ফল খায় যারা
জ্ঞান দ্বারা সেই বিষবৃক্ষকে উপড়ে ফেলে করো তাদের তাড়া
কোনো বিষবৃক্ষের চিহ্ন দেখামাত্র সমূলে করো তার উৎপাটন
প্রকৃত দেশপ্রেমিক ভালোবেসে তার কর্তব্য পালনে রাখেনা কোন বাঁধন
পুরনো ভুলকে প্রশ্রয় দিলে হবে তুমি দ্বিধাবিভক্ত
ব্যক্তি,সমাজ,দেশকে ভালো না বেসে দুর্বল করে তবেই সে হবে শান্ত
সাবলীল ভাষা আর শব্দচয়নে নই আমি দক্ষ
যাবতীয় ভুল ত্রুটি শুধরে দিয়ে ক্ষমার মধ্যে ভালোবেসে হই যেন গণ্য।
সংগ্রহ : আদর্শলিপি,ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা