যে রাষ্ট্র ধর্মে সন্ত্রাসবাদে অবিবেচকের মতো মদত দিয়ে চলে
সত্য নয় অজ্ঞানকে ভালোবেসে তাদের এই সাম্রাজ্য গড়ে ওঠে
নানা ধরনের আগ্নেয়াস্ত্র সন্ত্রাসী যদি হাতে পায়
তবে সেই অস্ত্রে সন্ত্রাসবাদ ঘটাতে মস্তিষ্কের চুলকানি হাতের আঙ্গুল দিয়ে ট্রিগারে মেটায়
সত্য জ্ঞানকে ভালো না বেসে পৈশাচিক সন্ত্রাসবাদ ঘটায় যারা
মানুষ মেরে তার সভ্যতা ধ্বংস করে আত্মতৃপ্তি খোঁজে তারা
সত্য জ্ঞানকে ভালোবেসে সন্ত্রাসবাদকে বিশ্ব থেকে নির্মূল করা হোক
আর দেশে দেশে শান্তি রক্ষার পক্ষে ভালোবেসে এই সংগ্রামী ধ্বনিই বেজে উঠুক
সত্যকে ভালোবেসে সম্প্রীতির বন্ধন গড়ে উঠুক সবার মাঝে
আর এই মানববন্ধনই পারে যৌথভাবে সকল সমস্যা নিরসন করতে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা