শ্রী চিন্তামণি মধুর গুঞ্জনে থাকে পরিব্যাপ্ত
যদি সত্যের প্রতি ভালোবাসা থাকে তোমার অন্তর মধ্য
জ্ঞান পূর্ণপ্রেমরসময় অতি গুহ্য নিত্যধাম
ভালোবাসা পেলে সেখানেই তিনি বিরাজমান
জ্ঞান আশ্চর্য যৌবনসম্পন্ন, আশ্চর্য অলংকারে অলংকৃত আশ্চর্য্যাকৃতি
আবার ভালোবেসে আশ্চর্য ভাসমান তার জ্যোতি
জ্ঞান আশ্চর্য্যাবয়বসম্পন্ন, আশ্চর্যবিলাসযুক্ত,আশ্চর্য্যালাপী
আবার হাস্যে ও দর্শনে ভালোবেসে আশ্চর্যব্যবহারী
সত্য আশ্চর্যলাবণ্যযুক্ত, সর্ববিধ মধুরতায় পরিপূর্ণ
বিচিত্র হাবভাবপূর্ণ অপূর্ব সুন্দর ভালোবাসায় যা স্নিগ্ধ
জ্ঞান বাঙ্মাধূর্য্যে সকলকে মোহিত করিয়া
ভালোবেসে অতি বিনীতভাবে সকলকে পালন করেন কেমন করিয়া
সত্য ছাড়া জীবনটা স্বপ্ন ছাড়া কিছু নয়
সেই সত্যকে ভাল না বাসিলে মৃত্যু দিয়ে স্বপ্নটা ভেঙে যায়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা