অজ্ঞান অবক্ষয় যদি মানবিকতার পাষাণ খণ্ডটিকে ভেঙে টুকরো টুকরো করে
তবে আমরা ভালোবেসে শুধুই চেয়ে রইবো শীর্ষ ন্যায়ালয়ের অন্তরমহলে
নীতি নৈতিকতার শাঁসে-জলে পুষ্ট হয়ে বাদী-বিবাদীর মতান্তরে
যুক্তি তর্কে সুস্থ গণতন্ত্রের জ্ঞানতন্ত্র গড়ে ওঠে ভালোবেসে
বিদ্যা-অবিদ্যার মাঝখানে ভেদ রেখাটি যাবে মুছে
ধূসর থেকে ধূসরতম হবে যদি সত্যকে ভালোবাসতে না চায় মনে
অজ্ঞান তীরে বিদ্ধ হয়ে ভালবেসে নির্বোধ থাকি আমি
তবুও বারংবার ঘুরেফিরে অবিদ্যার অভিসন্ধিমূলক আচরণ দেগে দিয়ে হয়ে যায় দাগী
ন্যায়নীতির কাব্যকথা জীবনের এই ভালোবাসার রঙিন মঞ্চে
কেবলমাত্র কয়েকটি মূলহীন শব্দ ছাড়া আর কিছুই না পাবে।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা