সত্যকে যাহারা ভালোবাসে এরূপ কোনো কথা তাহারা না বলে
যাহাতে পরের মর্মপীড়া হবে
ভালোবেসে সৎকথা শুনিতে শুনিতে বসন্তকাল উপস্থিত হইলে
ভাববে তুমি জ্ঞানের রং করছে খেলা চতুর্দিকে
দীন দরিদ্র অন্ধ ব্যক্তিদিগকে
বিদ্যাধন, জ্ঞানের আলো দিবে তুমি ভালোবেসে
যথার্থ সদবাক্য সদযুক্তিপূর্ণ বচনে
সত্যের প্রতি ভালোবাসার সম্ভাবনা বাড়ে
পবনের ন্যায় বেগগামী মন
বিদ্যাকে ভালোবেসে স্থির হইলে পাবে সেই জ্ঞানধন
সৎকর্মে অনুরাগী মহাত্মা যাহারা
সত্যকে ভালোবেসে তাহারা যেন পুন্যাত্মা
যাহারা ভালোবেসে সৎকর্মেরত
সেখামে সত্য উপদেশ বাহুল্যমাত্র
সর্ববিধ সদগুনে ভূষিত যে জনা
সত্যকে ভালোবাসিতে বাধা তার আসে না।

সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা