বন্ধ্যা রমণী যেমন প্রবল প্রসববেদনা কদাচ অনুভব করিতে পারে না
তেমনি সত্যকে ভাল না বাসিলে তার রসাস্বাদন হয় না
ভক্তগণই ভক্তির মহিমা অবগত আছেন
আর সত্যকে ভাল না বাসিলে জ্ঞানের মহিমা তিনি অবগত নহেন
অহংকার ভিন্ন কর্মফল জন্মে না
আর সত্যকে ভাল না বাসিলে কর্মফল ক্ষয় হয় না
সর্ব্বভাবন জ্ঞানকে
ভালোবাসতে কে না ভালোবাসে
জ্ঞান ভালোবেসে তার স্বেচ্ছাকৃত জাগরণ, নিদ্রা ও সুষুপ্তিবলে
স্থাবর জঙ্গমময় এই নিখিল বিশ্বের নিরন্তর পরিবর্তন আনে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা