প্রকৃতি আর পুরুষ ভালোবেসে পথ চলে আনন্দে
আর নিজ শক্তিতে নিত্য নিত্য রূপকথার জাল বুনে
সুন্দর রূপকথা ভালোবেসে শুনতে বড়ই আনন্দ হয়
কিন্তু অসহ্য সুন্দরও অনেক সময় ভাবনা বাড়ায়
রূপের জ্বালা শিরায় শিরায় জ্বলে
তার ওপর এক মুহূর্তও তিষ্ঠোতে দেয় না ভালোবেসে
অনিচ্ছুক মনটাকে বাধা দিতে যদি আসে বর্ষা
ভালোবাসার টানে থাকতে পারিনা ঘরে তবু পাগলামি করে অবুঝ মনটা
লোকচক্ষুতে জ্ঞান ধরা দেয় না বটে
কিন্তু ভালোবেসে আড়ালে থেকে সব গুটি নাড়ে
যেখানে স্বার্থই শেষ কথা বলে
সেখানে জ্ঞান বিবেক ভালোবাসা মনুষ্যত্বের মূল্য না থাকে
ভালোবেসে জ্ঞানরত্ন অনুসন্ধানে যেতে চাইলে
আগে আত্ম অনুসন্ধানে বাহির হবে।
সংগ্রহ : আদর্শ লিপি,ধর্মগ্রন্থ,পত্র পত্রিকা